মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার ৮নং জগদল ইউনিয়নের শেওলাডাঙ্গা গ্রামে জমিজমা নিয়ে আ,লীগ ও বিএনপির দুদলের সংঘর্ষে ইউনিয়ন জামায়াত আমির আবুল কালাম আজাদ মার খেলেন।স্থানীয় সুত্রে জানায়,২রা এপ্রিল সকাল নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ গ্রামের সালাম মোল্যার জমি ৩ বছর আগে ক্রয় করেছে প্রবাসী রুপায়ন এ নিয়ে ক্রেতা ও বিক্রেতার স্বজনরা দ্ব›দ্ব বাঁধায় সেটা আ,লীগ নেতা মামুন ও বিএনপি নেতা কিশোর গ্রæপের ভিতর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় জামায়াত ইউনিয়ন আমির সংঘর্ষের মাঝে ঠেকাতে গেলে আ,লীগের সুফিয়ান,মোশারফ,শরিফুল,কামরুল ও অহিদুল এসে জামায়াতের আমির আবুল কালামের উপর হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ধানের জমিতে ফেলে বেধড়ক মারপিট করে চলে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া উভয় পক্ষের ১৫/২০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সংঘর্ষ এড়াতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্জন্ত মামলার প্রস্তুতি চলছিল।