মাগুরা প্রতিনিধি ;-মাগুরা পৌরসভার পারলা গ্রামের বিধবা সপ্না ৩০ বছর আগের জমি দখল করে নিচ্ছে প্রতিবেশী তুহিন! ৮ই এপ্রিল মঙ্গলবার সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে! অভিযোগে স্বপ্না খাতুন জানান জানান; , আমি মোছাঃ সল্লা পারভীন (৩৭), স্বামী-মৃত মুজিবর রহমান, সাং-পারলা (পূর্ব পাড়া), থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা। অদ্য খানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ তুহিন বিশ্বাস (৪০), ২। মো: ইমরান বিশ্বাস (৩৫), উভয় পিতা-মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস, উভয় সাং-পারলা (পূর্ব পাড়া), থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাসহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীগনদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, উক্ত বিবাদীদ্বয় অতিশয় দুর্দান্ত, বেপরোয়া ও পরসম্পদলোভী প্রকৃতির লোক হইতেছে। উক্ত ১নং বিবাদী মোঃতুহিন বিশ্বাস ও ২নং বিবাদী মো: ইমরান বিশ্বাস সম্পর্কে আমার চাচাতো দেবর। উক্ত বিবাদীদ্বয় ও আমাদের বসত বাড়ী একইগ্রামে পাশাপাশি ইং-০৮/০৪/২০২৫ তারিখে আনুমানিক সকাল ০৭:০০ ঘটিকায় উক্ত ১নং ও ২নং বিবাদীদ্বয় এবং তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ৫/৬ বিবাদীরা সংঘবদ্ধে হাতে লাঠিসোঠা, হাতুড়ী, পোহার রড নিয়ে আমার বসত বাড়ীর পূর্বে পার্শ্বে প্রবেশ করত: আমার বসত বাড়ীর পূর্ব পার্শ্বের সিমানার পিলার ভাঙ্গিয়া ফেলে। তখন আমি ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাছে কারণ জিঙ্গাসা করিলে ১নং বিষাদী মোঃ তুহিল বিশ্বাস আমাকে দেখা মাত্রই অকত্য ভাষায় গালি-গালাজ শুরু করে। আমি বাধা নিষেধ করিতে গেলে ২নং বিবাদী মো: ইমরান বিশ্বাস তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারপিট করার জন্য তেড়ে আসে এবং ১নং বিবাদী তুহিন আমাকে জখম করার জন্য ভার হাতে থাকা হাতুড়ী আমার দিয়ে ছুড়ে মারে। তখন আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসেলে। বিবাদীদ্বয় আমার উপর মারমুখি আচরণসহ খুন জখমের হুমকি ধামকি প্রদান করে। তখন আমি নিরুপায় হইয়া ঘটনাস্থল ত্যাগ করি। পরবর্তীতে উক্ত বিবাদীদ্বয় ও তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীরা আমার বসত বাড়ীর সামনে আসিয়া পুনরায় তাদের দেশীয় অস্ত্র-সন্ত্র উচিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যগনদের আমাদের বসত বাড়ী ছেড়ে চলিয়া যাইতে বলছে। অন্যথায় আমাদের বসত-বাড়ী ভাংচুর করিয়া আগুনে পুড়াইয়া দিবে। উক্ত বিষয়ে আমি পারিবারিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় মিমাংসা করার চেষ্টা করিয়া কোন সুফল হয় নাই। বিষয়টি নিয়ে পরিবারসহ স্থানীয় গল্য-মান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করিয়া এবং মিমাংসার চেষ্টায় ব্যর্থ হইয়া অভিযোগ করিতে সামান্য বিলম্ব হইল।স্বপ্না খাতুন প্রশাসন ও মিডিয়ার কাছে এর বিচার দাবি করেন!