মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা জাতীয়তাবাদী কৃষকদলের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ অনুমোদিত এ কমিটিতে রুবায়েত হোসেন খানকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম হীরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত নতুন কমিটি জেলা নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নব গঠিত কমিটির সভাপতি রুবায়েত হোসেন খান বলেন, আমাদের উপর আস্থা রাখায় কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।