• Tue. Apr 29th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা কুচিয়ামোড়া ইউনিয়নে টিআর-কাবিখার ১লাখ ১৩ এবং ১৯ হাজার টাকার প্রকল্পের নয়ছয়

Bybasicnews

Apr 29, 2025

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদরের সংনদ-২ আসনের কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিায়া স্কুল এন্ড কলেজ মাঠের মাটি ভরাট ও কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি ভরাটের কাবিখার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।কুল্লিয়া স্কুল এন্ড কলেজ ও কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ও অনুরোধে বরাদ্দ হয় ১লাখ ১৩ হাজার টাকার কাজ আরেকটি ১ লাখ ১৯ হাজার টাকার মাটি ভরাটের কাজ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও ঐ ওয়ার্ড মেম্বার জাহার হোসেনের দিয়ে মাটি ভরাটের কাজ করেন। অপরটি কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি পান কনদরপো মেম্বার।¯’ানীয় কয়েকজন নাম না প্রকাশে জানান,কুল্লিয়া স্কুল এন্ড কলেজ মাঠে মাত্র ২ গাড়ি আর খেলার মাঠে ২০ গাড়ি মাটি ভরাট করেছে। তবে সরেজমিন পরিদর্শনে গিয়ে কুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যরয়ের মাঠে ৪০ হাজার টাকার মাটির কথা স্বীকার করেন মেম্বারআর বাকি কাজের কথা পরে করবেন বলে জানান। আর জাহার মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।তবে ঐ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুর জানান,সুন্দর কোন অনিয়ম হয়নি।তিনি ১০০% স্ব”চতা কাজের কথা দাবী করেন।এ দিকে এলাকাবাসী বলেন,সরকার নেই তাই এ ইউনিয়নে হরিলুট চলছে। তবে আমাদের দৈনিক স্বদেশ প্রতিদিনের সাংবাদিক ফারুক আহম্মদ ও দৈনিক গ্রামের কাগজ সাংবাদিক আকরাম হোসেন ইকরাম দু সাংবাদিকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। কুচিয়ামোড়া ইউনিয়নের সাধারন কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,এ ইউনিয়নে রাস্তাঘাট ,কালভাট,মাটি ভরাটের যতঅনিয়ম তার কমতি নাই প্রশাসনের দুষ্টি আকর্ষন চাঁনমাগুরা কুচিয়ামোড়া ইউনিয়নে টিআর-কাবিখার ১লাখ ১৩ এবং ১৯ হাজার টাকার প্রকল্পের নয়ছয়
মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদরের সংনদ-২ আসনের কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিায়া স্কুল এন্ড কলেজ মাঠের মাটি ভরাট ও কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি ভরাটের কাবিখার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।কুল্লিয়া স্কুল এন্ড কলেজ ও কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ও অনুরোধে বরাদ্দ হয় ১লাখ ১৩ হাজার টাকার কাজ আরেকটি ১ লাখ ১৯ হাজার টাকার মাটি ভরাটের কাজ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও ঐ ওয়ার্ড মেম্বার জাহার হোসেনের দিয়ে মাটি ভরাটের কাজ করেন। অপরটি কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি পান কনদরপো মেম্বার।¯’ানীয় কয়েকজন নাম না প্রকাশে জানান,কুল্লিয়া স্কুল এন্ড কলেজ মাঠে মাত্র ২ গাড়ি আর খেলার মাঠে ২০ গাড়ি মাটি ভরাট করেছে। তবে সরেজমিন পরিদর্শনে গিয়ে কুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যরয়ের মাঠে ৪০ হাজার টাকার মাটির কথা স্বীকার করেন মেম্বারআর বাকি কাজের কথা পরে করবেন বলে জানান। আর জাহার মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।তবে ঐ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুর জানান,সুন্দর কোন অনিয়ম হয়নি।তিনি ১০০% স্ব”চতা কাজের কথা দাবী করেন।এ দিকে এলাকাবাসী বলেন,সরকার নেই তাই এ ইউনিয়নে হরিলুট চলছে। তবে আমাদের দৈনিক স্বদেশ প্রতিদিনের সাংবাদিক ফারুক আহম্মদ ও দৈনিক গ্রামের কাগজ সাংবাদিক আকরাম হোসেন ইকরাম দু সাংবাদিকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। কুচিয়ামোড়া ইউনিয়নের সাধারন কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,এ ইউনিয়নে রাস্তাঘাট ,কালভাট,মাটি ভরাটের যতঅনিয়ম তার কমতি নাই প্রশাসনের দুষ্টি আকর্ষন চাঁন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *