মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার আদর্শ সম্মিলনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গৌতম কুমারের বিরুদ্ধে সাইন বোর্ড নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়,আদর্শ বালিকা বিদ্যালয়টি বিশ্বরোড সংলগ্ন হওয়া ঢাকা কলকাতাগামী পরিবহনের যাত্রীদের সাইন বোর্ড নজরে পড়ে। নাম না প্রকাশে স্থানীয় একজন জানান,বিদ্যালয়টি বড়খড়ি মৌজায় এবং গুগলে বিদ্যালয়ের লোকেশান বড়খড়ি হওয়ার পরও প্রধান শিক্ষক একটি মহলের ভয়ে সাইনবোর্ডই লেখা বন্দো করে দেন। এ থেকে দুর দুরান্ত থেকে বিদ্যালয়টির লোকেশান না থাকায় পর্যটকসহ ভ্রমন পিপাসু ও সাংবাদিকদের অনেক সমাস্যায় পড়তে হচ্ছে। তবে প্রধান শিক্ষক গৌতম কুমারের মুঠো ফোনে জানতে চাইলে ফোন বন্দো থাকে।এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান লিটন জানান,খুব তাড়াতাড়ি এসব বিষয়ে বিদ্যালয়ের অবকাঠামো সব বিষয়ে সমাধান করা হবে। নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়টির দিকে সকলের নজর দেওয়ার আহ্বান করেন।