উপস্থিত দেখিয়ে ১৭ বছরের বেতন উত্তলনের অভিযোগ
মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার নিশচিন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এড মেহেদী হাসান সম্পার বিরুদ্ধে একই ব্যাক্তি ২ প্রতিষ্ঠানে চাকরী করার অভিযোগ উঠেছে।স্বরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়,নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি ঐ দিন তিনি জজকোর্টে উকালতি পেশায় থেকে মুঠো ফোনে জানান,আপনি প্রেসক্লাবের কোন সাংবাদিক উত্তর দি না আমি দৈনিক গ্রামের কাগজের একজন নগন্য ছোট সাংবাদিক।তখন তিনি এ বিষয়ে আমার সংগে কথা বলতে নারাজ তবে তিনি স্বীকার করেন।এদিকে মাধ্যমিক শিক্ষা জেলা অফিসারসহ সংশ্লিষ্ঠ কর্তপক্ষ দেখেও না দেখার ভান করে ১৭ বছর বেতন উত্তলন করছেন ? নাম প্রকাশে একজন সিনিয়র সাংবাদিক জানান,রিপোর্ট করে লাভ নাই সয়ং জেলা প্রশাসক মাগুরা জেলায় যত দুর্নীতি দেখতেছে? তাদের কাছে জানাইলে তারা দেখবেন বলে জানায়? আসলে কবে এসবের দুনীতির কাছে থেকে মুক্তিপাবে দেশ?
মাগুরা জজকোর্টের উকিল ও স্কুলে প্রধান শিক্ষক একই ব্যাক্তির দুই প্রতিষ্ঠানে
