আকরাম হোসেন ইকরাম,বিশেষ প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার দুটি পৃথক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর মানবিক সহয়তা নিয়ে দাড়িয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি সদর উপজেলার জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামের নুর মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।দুর্ঘটনায় তার গোয়াল ঘর পুড়ে তার একমাত্র সম্বল দুটি গরু পুড়ে যায়,আরেকটি দুর্ঘটনা একই উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামের আব্দুল আওয়াল মোল্যার স্ত্রী ও কন্যা রাইচ কুকারের বিদ্যুৎ শট করে মৃত্যু বরণ করে।এ প্রেক্ষাপটে জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান। এবং সার্বিক তত্বাবধানে সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের ব্যবস্থাপনায় ২৬ শে জুন ২০২৫ তারিখে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী সহায়তা প্রদান করা হয়।এ সময় ১ম দুর্ঘটনায় নুর মিয়াকে ২২,৫০০টাকা খাদ্য সহায়তা প্রদান করা হয়।২য় সহায়তা আব্দুল আওয়ালকে ২৫০০০টাকা খাদ্য সহায়তা করা হয়।এ সময় জেলা প্রশাসক বলেন,বিপদে আপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো রাষ্ট্রিয় দায়িত্বের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।