আকরাম হোসেন ইকরাম বিশেষ প্রতিনিধি॥ মাগুরায় বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ এবং জেলার একমাত্র কোর আনের অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার ৬ই জুলাই শহরের দরি মাগুরাস্ত আলআমিন কমপ্লেকস এ অফিস উদ্বোধন ও দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন জেলা আমির অধ্যাপক এমবি বাকের।এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর মাগুরা-১আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্জ আব্দুল মতিন,জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহম্মদ বাচ্চু,জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক শিবির নেতা মাওলানা মারুফ কারখী,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জনাব ইব্রাহীম বিশ্বাস.মাগুরা-২আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচীব অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সদর থানা আমির ও সাবেক সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন,মহম্মদপুর উপজেলা আমির মাওলানা নুর আহ¤দ আলী,শালিখা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার আলী প্রমুখ।সমাবেশে মাগুরা-২ আসনের ১৪৩ কেন্দ্রের সভাপতি,সদস্য সচীবসহ ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কোরানের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে দোয়া করা হয়।