• Fri. Nov 14th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় কুচিয়ামোড়া ইউনিয়নের আওয়ামীলীগ মেম্বার জাহার মোল্যা আটক

Bybasicnews

Jul 7, 2025

 

মাগুরা প্রতিনিধি॥

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের ৩নং ওয়াডের মেম্বার জাহার মোল্যা আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করেন। তিনি ফ্যাসিষ্ট আ,লীগের অন্যতম নেতা সাবেক মন্ত্রী বীরেন শিকদারের ডান হাত।১৬ বছর ধরে তার অত্যাচারে বিএনপি নেতাকর্মীরা কোন দলীয় প্রোগ্রাম এমনকি রাতে ঘুমাতে পারেননি। এলাকায় মারামারি দাঙ্গাসহ হামলা মাামলা দিয়ে ঘরবাড়ি লুটপাট নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তবে এলাকায় গুঞ্জন শোনা যায়, তার গ্রেফতারের খবরে বিএনপির একটি মহল তার তদবিরে শুরু করেছেন। এ বিষয়ে মাগুরার সদর থানার ওসি আইয়ুব হোসেন জানান গ্রেফতারের সময় তিনি বাইরে ছিলেন তবে দুপুরের দিকে হবে আর বিএনপির নিয়মিত নাশকতা মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। এ দিকে জাহার মেম্বারের গ্রেফতারে এলাকায় তৃনমুল বিএনপির নেতাকর্মীরা স্বস্তির নিঃশা¦স ফেলেছে। তাকে দৃষ্টান্ত মুলক শান্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *