• Tue. Oct 14th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শালিখার থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ।

Bybasicnews

Jul 8, 2025

শালিখার থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখার থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলীপ বিশ্বাসের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে।এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত কুমার বিশ্বাস মাগুরা কোর্টে একটি মামলা করেছেন।মামলা নং –_—।তারিখ ———-।
একই সাথে তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে একই অভিযোগ করেছেন।

মামলা সুত্রে জানাযায় প্রধান শিক্ষক স্কুলের জায়গায় মার্কেট বরাদ্দদিয়ে ছয় জনের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন।
নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আনুমানিক পাঁচ থেকে আট লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সেই একই সঙ্গে স্কুলের চারপাশে কিছু গাছ ছিল।যে গাছগুলো বিক্রয় করে তিনি টাকা আত্মসাৎ করেছেন।

এলাকা ও সহকারী প্রধন শিক্ষকের দেয়া তথ্য সূত্রে জানা যায়, তৎকালীন সভাপতি ছিলেন রিতা রানী শিকদার, সভাপতি একজন থাকা সত্বে সেখানে অন্য কেউ হস্তক্ষেপ কিভাবে করে এটা সম্পূর্ণ ভাবে বানোয়াট কারণ প্রধান শিক্ষক অলীপ বিশ্বাস সম্পূর্ণ নিজেকে সেভ করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন।

নাঘোসা নবম পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী বিশ্বাসকে সঙ্গে নিয়ে সুব্রত বিশ্বাস ৮০ হাজার টাকা, ও বিমল গাইন ৯০ হাজার টাকা, ও নারায়ন বাড়ই ৫০ হাজার টাকা চাকরি দেয়ার কথা বলে নিয়েছেন। কিন্তু এই তিনজনের কারো চাকরি হয় নাই। এবং এই তিনজনের অভিযোগ তাদের অর্থ ফেরত দেয়া হোক না হলে তাদের চাকরি দেয়া হোক। এ বিষয়ে স্কুলের পরিচালনা পরিষদের মিটিং এ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক অলিপ কুমার বিশ্বাস,সম্পূর্ণভাবে দোষ চাপিয়ে দিচ্ছেন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদারের উপর।
এলাকায় না থাকার কারণেই সম্পূর্ণভাবে দশটা ওনার উপরে চাপিয়ে দিচ্ছেন শুধু নিজেকে সেভ রাখার জন্য। নিজের দোষ
অন্যের উপর চাপিয়ে দেয়ার কারণে সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত কুমার অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *