• Tue. Oct 14th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শালিখায়‌ বণিক সমিতির মানব বন্ধন।

Bybasicnews

Jul 19, 2025

শালিখায়‌ বণিক সমিতির মানব বন্ধন

শালিখা প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা উপজেলার ফটকি নদীর পাড়ে যশোর -মাগুরা হাইওয়ে রোডের দুধারে অবস্থিত প্রায় ১৫০ বছরের পূরানো হাট আড়পাড়া বাজারের খাস জায়গা অবৈধ দখলদারদের দখলে বছরের পর বছর কিন্তু প্রশাসন নিরব।তারই প্রতিবাদে মানববন্ধন করেছে আড়পাড়া বাজার বনিক সমিতি। ১৯ জুলাই বেলা ১১টায় যশোর মাগুরা হাইওয়ে রোডের দুধারে আড়পাড়া বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসুচীতে ২শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আড়পাড়া বাজার বণিক সমিতির সহসভাপতি আল মোর্তজা মোল্লা,সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম, সদস্য শহীদুজ্জামান শহীদ ও সাইফুল ইসলাম। সেলিম মোল্লা জানান, আড়পাড়া বাজার একাটি দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী মার্কেট। এখানে ১৫০ বছর ধরে মানুষ ৪ শতাধিক স্থাপনা করে ব্যবসা করে আসছে। যেখান থেকে শত শত দোকানদার জীবন জিবিকা নির্বাহ করে। কিন্তু বাজারের বহুতল ভবন নির্মাণ করার জন্য কিছু দোকান উচ্ছেদ করা হয় তারা এখন মানবেতর জীবন যাপন করছে। তাই আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে ভবন নির্মাণ করা হোক। আড়পাড়া হাট-বাজারের ইজারাদার শহীদুজ্জামান শহীদ বলেন,হাটের খাস জায়গা অবৈধ দখলদারদের দখলে থাকায় হাটের জায়গায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না তাতে করে ইজারাদার মারাত্মকভাবে আর্থিক ক্ষতি গ্রস্থের সম্মুখীন হচ্ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হাট বাজারের পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন জানান, আড়পাড়া বাজারের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান দ্রুত শুরু হবে, প্রশাসন এ বিষয়ে কাজ করছে যাচ্ছে ।
শালিখা প্রতিনিধিঃ
সুবির কুমার,,

 

 

 

 

 

 

 

তাং ১৯/৭/২৫
০১৮৭৭৮৯৭৪৪২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *