শালিখায় বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন
শালিখা প্রতিনিধঃ সুবির কুমার,,
দীর্ঘদিন পর মাগুরার শালিখা উপজেলার ৫ নং শালিখা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন বেলা ২টা থেকে শুরু হয়ে চলে ৫ টা পর্যন্ত।৯টি ওয়ার্ডের মধ্যে ৪ নং ওয়ার্ড ছাড়া সকল ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠন হয়।শুধুমাত্র ৪ নং ওয়ার্ডে (রায়জাদাপুর-আদাডাঙ্গা) নির্বাচন অনুষ্ঠিত হয়।এ ওয়ার্ডে হারুন মৃধা গ্রুপ থেকে সভাপতি -সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ওয়ার্ড নং ১ হাজরাহাটি
সভাপতি – আব্দুর রউফ
সাধারণ সম্পাদক – হাফিজুর রহমান
সাংগঠনিক সম্পাদক- ইসমাইল
ওয়ার্ড নং ২ হাজরাহাটি শালিখা
সভাপতি আবুল কালাম
সাধারণ সম্পাদক – আজিজুর
সাংগঠনিক সম্পাদক- সেলিম
ওয়ার্ড নং ৩ শতপাড়া
সভাপতি -তবিবুর
সাধারণ সম্পাদক – ওহিদুর
সাংগঠনিক সম্পাদক – রেজাউল
ওয়ার্ড নং ৪ আদাডাঙ্গা রায়জাদাপুর
সভাপতি – শাহাবুদ্দিন মৃধা
সাধারণ সম্পাদক – সিহাব উদ্দিন
সাংগঠনিক সম্পাদক – আব্দর রহমান
ওয়ার্ড নং ৫ উঃ শরুশুনা
সভাপতি – ওয়েজ মোল্লা
সাধারণ সম্পাদক জোহর মোল্লা
সাংগঠনিক সম্পাদক জোহর
মোল্লা
ওয়ার্ড নং ৬ উঃ শরুশুনা কাঠালবাড়ীয়া
সভাপতি -হাসান মোল্লা
সাধারণ সম্পাদক – সিমান্ত
সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার
ওয়ার্ড নং ৭
সভাপতি – ওহেদ সরদার
সাধারণ সম্পাদক হানিফ সরদার
সাংগঠনিক সম্পাদক ইকরাম শেখ
ওয়ার্ড নং ৮
সভাপতি আয়েব আলী বিশ্বাস
সাধারণ সম্পাদক শাহিনুর ভূঁইয়া
সাংগঠনিক সম্পাদক আমিরুল বিশ্বাস
ওয়ার্ড নং ৯
সভাপতি – শহিদ মোল্ল
সাধারণ সম্পাদক – শাকিল লস্কার
সাংগঠনিক সম্পাদক – জিয়া
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন।জেলা বিএনপি নেতা সোহাগ হোসেন,ফারুক হোসেন বাবুল,উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক চেয়ারম্যান আনিচুর রহমান মিল্টন,সহ যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান শহীদ,বিএনপি’র নেতা আলিম মোল্লা,জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল্লাহ ঢালী, টুটুল,ও শালিখা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিকদার সহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ