• Tue. Oct 14th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

বৃদ্ধাকে ভয় দেখিয়ে জবানবন্দি ভিডিও করার  অভিযোগ মাগুরা থানার এসআই শহিদুলের বিরুদ্ধে

Bybasicnews

Jul 22, 2025

বৃদ্ধাকে ভয় দেখিয়ে জবানবন্দি ভিডিও করার  অভিযোগ মাগুরা থানার এসআই শহিদুলের বিরুদ্ধ

মাগুরা সংবাদদাতা:

সামান্য কিছু জমির জন্য সাহিদা বেগম (৭৫) নাম এক বিধবা বৃদ্ধাকে তার সৎ ছেলেরা অনেক দিন ধরে নানাভাবে নির্যাতন করে আসছিলেন, কিন্তু গত কোরবানির ঈদের আগের দিন হঠাৎ করে তার সৎ দুই ছেলে মোঃ দেলোয়ার বিশ্বাস ও মোঃ গোলেবার বিশ্বাস প্রায় ১৮/১৯ জন জন নিয়ে বৃদ্ধার বাড়ি ভাঙচুর করে ও বৃদ্ধাকে এলোপাথাড়ি মারধর করে | এতে বৃদ্ধার এক পা ভেঙে যায় ও মাথা ফেটে যায় , বৃদ্ধা সাহিদা বেগম ওই দিনই মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন , পরে তাকে ফরিপুরে রেফার্ড করা হয় | এদিকে সাহিদা বেগমের ছেলে মোঃ জামিরুল বিশ্বাস বাদী হয়ে মাগুরা সদর থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নং ২০৭/২৫, তারিখ ১২/০৬/২৫ | উক্ত মামলার তদন্তের দায়িত্ব এসআই শহিদুল এর উপর অর্পণ করা হয় কিন্তু আসামিরা বাড়িতে দিব্বি ঘুরাফেরা করলেও এসআই শহিদুল আসামিদের ধরার ব্যাপার কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি | এদিকে গত ১৩/০৭/২৫ তারিখে এসআই শহিদুল মামলার ভিকটিম সাহিদা বেগমকে নির্জনে ডেকে নিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন ও জেল খাটানোর ভয় দেখিয়ে, তার সেখান জবানবন্দি গ্রহণ করেছেন বলে বাদীর পক্ষ থেকে মাগুরা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে | ওপর দিকে মামলার বাদী জামিরুল বিশ্বাস এর কাছ থেকে আসামি ধরার কথা বলে দুইবার ২ হাজার টাকা এসআই শহিদুল গ্রহণ করেছেন বলে বাদী স্বীকার করেন | অনুসন্ধানে দেখা যায়, আসামি আওয়ামীলীগের কট্টর সমর্থক ও এসআই গোপালগঞ্জের হওয়ায় দুইজনের মধ্যে গোপন চুক্তির কারণে এসআই শহিদুল, তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *