মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার মাঝগ্রামে গ্রাম্য সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর লুটপাট ও আহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়,গতকাল ২৫ শে জুলাই শুক্রবার বিকালের দিকে নওশের আলী ও মহিরুল গ্রুপে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত নওশের মোল্যা প্রতিবেদককে জানান,আমি বিএনপি আলী ভাইর দল করে আসছি আর মহিরুল মনোয়ার খাঁন গ্রুপ করে কিন্ত সমাস্যা হচ্ছে মহিরুল গ্রুপে লোক বেশি থাকায় সে আমাকে জোর করে হুমকি ধামকি দিয়ে দলে ভেড়ানোর চেষ্টা চালায়।সুধু তাই নয়,সে বর্তমানে চাঁদা দাবী করে গ্রামে থাকতে দেবে নইলে জানে মেরে দেবার হুমকি দেয়। ইতি পুর্বে এ রকম ঘটনা ঘটলে প্রশাসন এসে মহিরুলকে সাবধান করে গেছেন।গতকাল বিকালে মহিরুল, সাজ্জাদ,রহিম তাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী নওশের মোল্যা ও লতিফ এবং ইনজাল লস্কারের বাড়ির পর এসে ঘরবাড়ি আসবাব পত্র সোকেচ আলমারি,টিনের ঘর কোপায়ে ধংশ করে চলে যায়।এবং নওশের মোল্যাকে মাথা কান বরাবর কোপ মারে এতে নওশোর মোল্যা রক্তাত্ব হলে হাসপাতালে চিকিৎসা পর্জন্ত যেতে বাঁধা দিছে প্রতিপক্ষ মহিরুল। এ ছাড়াও বিএনপি নেতা মহিরুল নওশের মোল্যার ভাই জামায়াত নেতা হাফেজ আতাউরকে মসজিদে যেতে বাঁধা প্রদান করছে। এবিষয়ে মহিরুলের মুঠো ফোনে জানতে চাইলে বন্ধো থাকে ফোনটি। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন।