শালিখায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠি
শালিখা (মাগুরা )প্রতিনিধিঃ সুবির কুমার
মাগুরা শালিখায় ২৬ জুলাই সারাদেশের ন্যায় “জুলাই পুনর্জগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯.৩০ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার প্রথমে জুলাই শহীদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান তেলোয়াত করা হয়। এরপর আলোচনায় অংশ নেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন, শালিখা উপজেলা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেসাবীর মুক্তিযোদ্ধা মুকুল শিকদার।
উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ আনিসুর রহমান মিলটন।
সিনিয়র সাংবাদিক স্বপন বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন। বক্তারা ২৪ শের জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটের ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন, ও একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহবান জানান।
সুবির কুমার
শালিখা মাগুরা
২৬/৭/২৬