যশোর প্রতিনিধি॥ যশোর ঝিকরগাছা উপজেলার প্রতারক কোয়াক ইব্রাহীম ডাক্তার এমবিবিএস সেজে সাধারন লোকের প্রতারনার ফাদে ফেলে প্রতারনার অভিযোগ উঠেছে। ইব্রাহীম ডাক্তার মুলত একজন কোয়াক ডাক্তার । সে পারে না ঠিলে গড়তি কুলার বায়না নিয়ে বসে থাকে। তার কাছে রোগী গেলে ফেরত হয়না। যেভাবেই হোক চিকিৎসা দিবে সে। পারুক আর নাই পারুক।একটি পরিবারকে দাঁত তোলার নাম করে দাঁতের বড় ধরনের ক্ষতি করে ফেলেছেন। এখন খুলনা ঢাকায় ছাড়া দাঁত ঠিক হবে না চিকিৎসকরা জানিয়েছেন।এখন দীন মজুরী পরিবার টি বেকায়দায় পড়েছেন। তিনি এর হাত থেকে এলাকার লোকজনকে সর্তক করেন এবং আর যেন কেউ ক্ষতিগ্রস্থ্য ন হয়।