শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ সুবির কুমার,,,
১৪ আগস্ট বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আমন ধানের আপদকালীন বীজতলা তৈরিতে কৃষকদের সহায়তা প্রদান প্রকল্পের আওতায় উপজেলার ১৮৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।প্রতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান চাষীদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসনাত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও ক্ষতিগ্রস্ত কৃষকবৃন্দ।
বন্যার পানি নেমে যাওয়ার পর দ্রুত সময়তে কৃষকরা যেন ধান চাষ করতে পারেন এই কারণে উপজেলা প্রশাসনের এই সহযোগিতা।