• Sun. Oct 5th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা সদরে ১৩ টি ইউনিয়নে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ অনুষ্ঠিত

Bybasicnews

Aug 21, 2025

মাগুরা সদরে ১৩ টি ইউনিয়নে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ অনুষ্ঠি

বিশেষ সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার ১৩ (তেরো) টি ইউনিয়নে লটারীর মাধ্যমে ২২ জন “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার নিয়োগ-২০২৫ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২১ আগস্ট মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাগুরা সদর “খাদ্যবান্ধব কর্মসূচী” ডিলার নিয়োগ কমিটি মাগুরা সদর এর আয়োজনে উন্মুক্ত লটারি করা হয়।
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কর্মসূচী ডিলার নিয়োগ কমিটির সভাপতি মোঃ হাসিবুল হাসান।
সার্বিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ইশরাত জাহান ও সঞ্চালনায় মাগুরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় খাদ্য পরিদর্শক অপূর্ব কুমার সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় প্রধান সহকারী মারিয়া কিবতি, উচ্চমান সহকারী শাপলা খাতুন, মাগুরা সদর ওসি এলএসডি হাসান মাহমুদ, সাবেক ওসিএলএসডি তরুণ কুমার বালা, মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান, মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আইয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন ইকরাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদ মাগুরা জেলা প্রতিনিধি মোঃ মিরাজ আহমেদ, দৈনিক খবর বাংলাদেশ রিপোর্টার রনি আহমেদ রাজু সহ প্রমুখ।
১৩ টি ইউনিয়নে ১৭১ টি আবেদন জমা পড়েছে তার মধ্যে আবেদন পূর্ণাঙ্গ না থাকার কারণে বাদ হয় ৬ টি এবং ১৬৫ টি সম্পূর্ণ পূর্ণাঙ্গ আবেদন নিয়ে সবার উপস্থিতিতে গুটি নম্বর দিয়ে লটারী খেলা হয়।
লটারী খেলায় ১৩ টি ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক বিজয়ী প্রার্থী ২২ জনের নাম ও ইউনিয়ন হলো- বেরইল পলিতা ইউনিয়নের বেরইল পলিতা বাজারের মুরাদ হোসেন ও পুটিয়া বাজার আসাদুজ্জামান, হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা বাজার মোঃ মনিরুল ইসলাম জিন্নাহ ও আলমখালী বাজার রাজু আহমেদ, হাজীপুর ইউনিয়নের বগুড়া বাজার সাবু বাশার আবু রেজা ও হাজিপুর বাজার নকিবুল ইসলাম, আঠারোখাদা ইউনিয়নের টেঙ্গাখালী বাজার সিরাজুল ইসলাম তুরান ও গাংনালিয়া বাজার জাহাঙ্গীর আলম, রাঘবদাইড় ইউনিয়নের রাঘবদাইড় বাজার আবুল কালাম আজাদ ও দক্ষিণ মির্জাপুর বাজার আব্দুল মান্নাফ, কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রাম বাজার মোঃ হাসিবুল হক ও কুল্লিয়া বাজারের ইমরান নাজির, কছুন্দী ইউনিয়নের রামনগর বাজারের উৎপল বিশ্বাস, মঘী ইউনিয়নের রাজিবের পাড়া বাজার হাসনা হেনা আরফিন ও ভাবনহাটি বাজার মারুফত হোসেন, জগদল ইউনিয়নের কাটাখালী বাজার মোঃ সাজ্জাদুল ইসলাম ও জগদল বাজার ফুলমতি, চাউলিয়া ইউনিয়নের গোবিন্দপুর বাজার এস এম নাজমুল হাসান ও ধলহরা বাজার মনু মোল্লা, বগিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজার তফিকুল ইসলাম, শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর বাজার জাহিদুল ইসলাম এবং গোপালগ্রাম ইউনিয়নের গোয়ালবাথান বাজার মুন্সী মোঃ আলমগীর হোসেন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান জানান, লটারী খেলায় মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক বিজয়ী ২২ জন প্রার্থী সরকারি বিধিমোতাবেক প্রত্যেকে ২৫ হাজার টাকার ব্যাংক ড্রাফট করে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়ে মাগুরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে যোগাযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *