• Sun. Oct 5th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

স্বপন বিশ্বাস : সংগ্রাম ও সৃষ্টির সমান্তরাল যাত্রা

Bybasicnews

Aug 21, 2025

স্বপন বিশ্বাস : সংগ্রাম ও সৃষ্টির সমান্তরাল যাত্র
. সুবীর ঘোষ :- বাংলা সাহিত্যে এমন কিছু মানুষ আছেন, যাদের পথচলা কেবল কলমে নয়—জীবনের প্রতিটি ধাপে রক্ত, ঘাম ও অশ্রুতে লেখা। মাগুরা জেলার শালিখা উপজেলার সেওজগাতি গ্রামের সন্তান স্বপন বিশ্বাস তাঁদের অন্যতম। ১৯৭৬ সালের ৬ জুনের এক নিভৃত গ্রামীণ প্রভাতে জন্ম নেওয়া এই কবি ও লেখক জীবনের প্রথম পাঠ নিয়েছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তী সময়ে মাইকেল মধুসূদন দত্ত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এম.এ. সম্পন্ন করে সাহিত্যচর্চায় নিজের অবস্থান মজবুত করেছেন।
সপ্তম শ্রেণি থেকেই তাঁর হাতে খড়ি লেখালেখিতে। মাসিক অনুক্ত, সঠিক সংবাদ, গ্রামের কাগজ সহ বাংলাদেশ ও ভারতের নানা লিটল ম্যাগাজিনে তাঁর লেখা ছাপা হতে শুরু করে। পরে তিনি যুক্ত হন পেশাদার সাংবাদিকতায়—বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তায় কাজ করছেন।
স্বপন বিশ্বাসের প্রকাশিত গ্রন্থের মধ্যে কাব্যগ্রন্থ প্রিয়তমা প্রেমা, ফটকিপাড়ের মৌ, উপন্যাস স্বর্ণে আঁকা প্রেম, এবং পাঁচটি যৌথ কাব্যগ্রন্থ (সেই তুমি, বাংলার বন্ধু, কান্তার পল্লী প্রভৃতি) উল্লেখযোগ্য। কেবল সাহিত্যই নয়—তিনি প্রতিষ্ঠা করেছেন স্বর্ণ পাঠাগার, শারমিন ইয়থ সোসাইটি, এবং প্রেমা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, যা গ্রামীণ তরুণদের সাংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত করছে।
তাঁর জীবনের সবচেয়ে উজ্জ্বল দিক হলো দারিদ্র্য জয় করার গল্প। অতি দরিদ্র কৃষক পরিবারে জন্ম নিয়েও তিনি হার মানেননি। কখনো পিতার সঙ্গে কৃষিকাজ, কখনো অন্যের ক্ষেত-খামারে শ্রমিকের কাজ করেছেন—কিন্তু সাহিত্যচর্চা ছাড়েননি। সেই জীবনসংগ্রাম তাঁর কবিতা ও গল্পে পেয়েছে বিশেষ রূপ—যেখানে চুম্বক হয়ে ধরা দেয় না-পাওয়া ভালোবাসার বিরহ, তীব্র আবেগ, এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর।
সমালোচনামূলক দিক থেকে বলতে গেলে, স্বপন বিশ্বাসের সাহিত্যভাষা সরল, আবেগঘন এবং সহজবোধ্য হলেও কখনো কখনো এই সরলতা একে প্রগাঢ় শিল্পরূপ থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। তাঁর অনেক লেখা পাঠকের হৃদয় ছুঁয়ে গেলেও, ভাষার ঘনত্ব ও রূপক ব্যবহারে আরও অনুশীলন তাঁর সাহিত্যকে উচ্চতর মাত্রায় পৌঁছে দিতে পারত। তাছাড়া, বিষয়বস্তুর বিস্তারে বৈচিত্র্য আনার সুযোগও রয়ে গেছে—যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি ভিন্ন সামাজিক বাস্তবতা বা দার্শনিক দৃষ্টিভঙ্গির গভীর অনুসন্ধান স্থান পেতে পারে।
তবুও অস্বীকার করা যায় না—স্বপন বিশ্বাসের জীবন ও সাহিত্য সংগ্রামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর কলমে মাটি, ঘাম, ভালোবাসা ও প্রতিবাদ মিশে আছে—যা পাঠকের কাছে এক অনন্য স্বাদ বয়ে আনে।
সুবীর ঘোষ
সাংবাদিক
শালিখা মাগুরা
২১/৮/২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *