মাগুরা প্রতিনিধি মাগুরা সদর উপজেলার বেরলপলিতা ইউনিয়নের দোহর সিংড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ভাত কাপড় না দেওয়া গলায় ফাঁস নেয়ার অভিযোগ উঠেছে! সরজমিন পরিদর্শনে গিয়ে জানা যায় ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে হারুন মুন্সির একমাত্র কন্যা হিলারি খাতুন (২৮) ঘরের আড়াই গলায় রশি নিয়ে আত্মহত্যা করেন!মৃতের ছোট ভাই প্রতিবেদকে জানান; আমার বোন হেলারি কে একই গ্রামের হোসাইন ফকিরের সাথে পাঁচ সাত বছর আগে বিয়ে দেওয়া হয়!বিয়ের পর কোন দিন স্বামীর বাড়ি তার জায়গা হয়নি তাকে তার পিতার বাড়িতেই থাকতে হত এরপর থেকে হোসাইন ফকির বিদেশে চলে যায়! এযাবৎকাল তার স্ত্রীর কোন খোঁজ খবর তিনি রাখেন না এই মনের কষ্টে হিলারি খাতুন মৃত্যুর পথ বেছে নেয়! উল্লেখ থাকে যে মৃত্যুর আগে খিলাড়ি তার স্বামীকে মনের কষ্টে ডিভোর্স দিয়েছিলেন কিন্তু এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গোলাম মাওলা আরো কিছু মাতব্বর বর্গ এ বিষয়ে সালিশ বৈঠক হয় কিন্তু কোন সুরাহা না হওয়ায় সে মঙ্গলবার গলায় রশি নিয়ে মৃত্যুবরণ করেন! লাস্ পোস্ট মর্টেম জন্য মর্গে রাখা হয়েছে! এদিকে মাগুরা সদর থানার ওসি আইব হোসেন জানান লাশ ময়নাতদন্তের পরে প্রকৃত মৃত্যুর ঘটনা জানা যাবে