• Sun. Oct 5th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা ছোনপুর গ্রামে দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিদেশগামীর টাকা লুট,সংঘর্ষে হাসাপাতালে

Bybasicnews

Sep 23, 2025

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে ছোনপুর গ্রামে দোকানে বাকি খাওয়া কেন্দ্র করে দোকানীর ছেলেকে মেরে হাসপাতালে পাঠানোর অভিযোগ এবং লক্ষাধীক টাকা লুটের ঘটনা ঘটেছে।আদালত সুত্রে জানা যায়,বিদেশগামী রাসেল মোল্যা(২৫)পিতা আব্দুর রউফ মোল্যার দোকানে আসামী আব্দুল মজিদ মোল্যা লেনদেন করতো হঠাৎ অনেক বাকি হয়ে যাওয়ায় কথা কাটাকাটির জেরে একপযায়ে আসামী বাদশা বিশ্বাস হুকুম দিয়া অন্যান্য আসামীরা এসে রাসেলকে মারধোর করে এবং কাছে থাকা নগদ একলক্ষ টাকা নিয়ে যায়,যাওয়ার সময় এলাপাতাড়ী মারার পর স্থানীারা মাগুরা সদর হাসাপাতালে নিয়ে যায়।ডাক্তারী সার্টিফিকেট ১৫/৯/২৫ ফিজিক্যাল এসাল্ট এসেছে।মোকাম মাগুরা বিজ্ঞ আদালত দন্ড বিধি১৪৭/৩৪৭/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬/ও ১১৪ ধরায় মামলা হয়েছে। মাগুরা সদর থানাকে তদন্তভার দিয়েছে আদালত।এবং বাদী ন্যায় বিচার প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *