শালিখায় বিশ্ব শিক্ষক দিবস -২০২৫-পালিত।
শালিখা মাগুরা প্রতিনিধিঃ সুবির ঘোষ।
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শালিখা উপজেলায় কর্মরত প্রাথমিক, মাধ্যমিক, কলেজ সহ সকল প্রকার শিক্ষকদের আয়োজনে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র্যালীটি শালিখা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদর্শন করে ফিরে আসে। এর পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিউল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আনিসুর রহমান মিল্টন, আড়পাড়া মহিলা কলেজ অধ্যক্ষ মো ইমদাদুল ইসলাম টিকু,বিএনপি নেতা মনিরুজ্জান চকলেট সহ অনেক।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন তাদের বন্চনার কথা তুলে ধরে বক্তব্য দেন। সভা শেষে এবছর শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করা হয়।