• Tue. Oct 14th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় এসিআই মটরস সোনালীকা ডেলিভারী উৎসব অনুষ্ঠিত।

Bybasicnews

Oct 13, 2025

মাগুরায় এসিআই মটরস সোনালীকা ডেলিভারী উৎসব অনুষ্ঠিত

মাগুরা, স্টাফ রিপোর্টার,সুবির ঘোষ।

মাগুরা সদর উপজেলা মঘী ইউনিয়নের বড়খড়ী আখসেন্টার মাঠ প্রাঙ্গণে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫ সোমবার ১৩ই অক্টোবর সোমবার বেলা ১১টার সময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, মাগুরা জেলা বিএনপি সদস্য ও সাবেক ছাত্র দলের সভাপতি নাজমুল হাসান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিআই মটরস লিমিটেড যশোর রিজিওনের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস, ম্যানেজার সার্ভিস মোঃ রিয়াদ হোসেন, টেরিটরি ম্যানেজার সার্ভিস (যশোর রিজিওন) মোঃ মিনহাজুল আবেদিন, রিকভারী টেরিটরি ইনচার্জ (যশোর রিজিওন) মোঃ গোলাম সাকলাইন।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন, ডেপুটি এরিয়া ম্যানেজার (মাগুরা এরিয়া) মোঃ মাহবুবুজ্জামান অভি।

এছাড়াও উপস্থিত ছিলেন,
এসিআই মটরস বিভিন্ন কমকর্তা ও কর্মচারী বৃন্দগণ।

এসিআই মটরস সোনালীকা ডেলিভারি উৎসব অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বেস্ট মেন্টনোন সোনালীকা মোঃ শাহজাহান হোসেন, বেস্ট রিকভারী শ্রীপুর সব্দলপুর ইউনিয়নের নহাটা গ্রামের তানভীর হুসাইন, জগদল ইউনিয়নের জাগলা গ্রামের সোনালীকা বন্ধু আরিফ মোল্লা, বাম-ডান খেলায় কাইফা, সাবু, রিয়াজুল, বল নিক্ষেপ মুদাছের মোল্লা, মুন, আমিন।

সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস বলেন, ২০০৭ সালে এসিআই কোম্পানি সোনালীকা এসিআই মটরস এর আগমন হয় বাংলাদেশে। প্রতি বছর এসিআই মটরস সোনালীকা ডে ও উৎসব অনুষ্ঠানের আয়োজন করে শুধুমাত্র গ্রাহকদের সাথে সুসম্পর্ক ও সেবাদান করার জন্য। এছাড়াও এসিআই মটরস ইয়ামাহা ব্রান্ডের মোটরসাইকেল এফটু ২৫, স্যালুটোর ১২৫ সিসি মোটরসাইকেল, সোনালীকা ট্রাক্টর অল রাউন্ডার ৫৫ হর্স পাওয়ার, ফোটন পিক-আপ, এসিআই ওয়াটার পাম্প, আইপিএস ইকোফ্লো, এসিআই ব্যাটারী, ওয়েট মেশিন আছে। আর ট্রাক্টর গাড়ির সমস্ত মেশিন ও মবিল পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *