• Fri. Nov 14th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা শালিখায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

Bybasicnews

Oct 16, 2025

মাগুরা শালিখায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:সুবির ঘোষ।
২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি রবি ফসল, সরিষা, মসুর, গম, পেঁয়াজ, ও খেঁসারির, চাষাবাদ বৃদ্ধির জন্য বিনামুল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলায় মোট ৭ হাজার ৩৬৫ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে সার ও বীজ বিতরণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *