আঠারখাদায় সালিশের জের ধরে যুবকের দায়ের কোপে গুরুতর জখম এক ব্যক্ত
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের আঠারখাদা গ্রামে সালিশের জের ধরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম শোয়েব (৫০)। তিনি ঐ গ্রামের মৃত ইজাহারের ছেলে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন গত ১৪ অক্টোবর তার চাচাতো বোন বেবি ও তার স্বামী নাসিরকে মারধর করে আহত করেন। এ ঘটনার জের ধরে ১৮ অক্টোবর স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। কিন্তু সালিশ চলাকালে শহিদুল ইসলাম ও তার ছেলে হুমায়ুন বিবাদী তৌকিরের পিতা কাজী শরিফুল ইসলামকে অপমান করেন, ফলে সালিশ অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আজ রবিবার ১৯ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ১৫ টার সময় শরিফুল ইসলামের ছেলে তৌকির (২৮) শহিদুল ইসলামকে আঠারখাদা গ্রামের মঠবাড়ি এলাকায় একা পেয়ে দা দিয়ে বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ মারেন। এতে শহিদুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হন।
পরবর্তীতে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী জানান, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শহিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় টহল জোরদার করেছে।