বাদ্য বাজালেন,রবিউল ইসলাম নয়ন,,,
শালিখা বরইচারায় ধানের শীষে ভোট দিন পথসভা।
স্টাফ রিপোর্টার সুবির ঘোষ।
শালিখা উপজেলা বরইচারায় ধানের শীষে ভোট দিন পথসভায়,সভাপতিত্ব করেন, আড়পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন্ত রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন,মতুয়া সাম্প্রদায়ের সঙ্গে বাদ্য বাজালেন,এবং তিনি বলেন, মতুয়া সম্প্রদায়ের মা ও বোনেদের আপনারা যে পোশাক পরে বাজনা বাজালেন,এই পোশাক আমি আপনাদের বানিয়ে দিব।আরো বলেন,
আপনারা আমার মা ও বোন আপনারা রাস্তায় বেরোবেন আমার পরিচয়ে বলবেন আমি রবিউল ইসলাম নয়নের বোন ও মা।এরপরেও যদি কেউ আপনাদের ক্ষতি করতে চাই সেটা আমার লাশের উপর দিয়ে করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা।শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুন্সি মো:আনিসুর রহমান মিল্টন,যুবদলের আহবায়ক মুন্সি মো:সোহেল রানা,জেলা যুবদলের সদস্য মো:মাজেদ মোল্লা।
উপজেলা ছাএদলের সদস্য হুসাইন মো:মানিক, উপজেলা আড়পাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম মোল্লা।