মাগুরা শালিখায় ধানের শীষে ভোট দিন,উপলক্ষে উঠান বৈঠক সভা।
স্টাফ রিপোর্টার সুবির ঘোষ।
আজ ১নভেম্বর ২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৪ঃ০০ ঘটিকার সময়:শালিখা উপজেলার ইন্দ্রা পূর্বপাড়ায় ধানের শীষে ভোট দিন, উপলক্ষে উঠান বৈঠক সভায়,ওয়াদুদ বিশ্বাস,এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন,বলেন আপনারা আমার মা ও বোন, আপনাদের প্রতিটা বিপদে আমি আপনাদের প্রসঙ্গে আছি। এবং আমি আপনাদের সন্তান ও বোন হতে চাই।কে কে আমাকে মেনে নিতে পেরেছেন একবার হাত উঁচু করে দেখাবেন,সবাই মেনে নিয়েছেন।এবং এই বক্তব্যের মাঝে হঠাৎ করে একটা শিশুর কান্না ভেসে আসে,শুনতে পেয়ে রবিউল ইসলাম নয়ন,ছুটে গিয়ে বাচ্চাটির মাকে বললেন। বোন তোমার সন্তানকে আমার কাছে একটু দাও,বলে নাবালক শিশুটিকে নিজের কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে বাচ্চাটি কান্না থেমে যায়। তখন এই জনসভার প্রতিটা মানুষ স্তব্ধ হয়ে যায়। যে এটা কিভাবে সম্ভব,যে সন্তানটি মায়ের কাছে কান্না করছে।অথচ অপরিচিত একটা লোক কোলে নেয়ার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল,তখন রবিউল ইসলাম নয়ন বলেন।ফেরেশতার মত শিশু সে অবশ্যই বুঝতে পেরেছে,আমি কার কাছে নিরাপদ।এবং তিনি আল্লাহতালার কাছে প্রার্থনা করেন,তিনি যেন এইভাবে প্রতিটা মা ও বোনের বিপদে পাশে থাকতে পারেন।ও দুটি অশ্রু ভেজা নয়নে,কেঁদে কেঁদে মা ও বোন,ভাইদের কাছে
তারেক জিয়া কে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দিতে বলেন। এবং কান্না করতে করতে বলেন,ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে।অনুরোধ জানান,আপনি আমাকে ছাত্রদল থেকে একটু একটু করে।নিজের সন্তানের মত লালন পালন করেছেন।ছাত্রদল থেকে শুরু করে,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব বানিয়েছেন।ও নেতা রূপে তৈরি করেছেন। তাই আপনার কাছে অনুরোধ জানাবো এমন কোন ব্যক্তিকে ধানের শীষের পথিক দিবেন না।তিনি ফেল করবেন,এই কষ্ট আমি সইতে পারবো না,কারণ ধানের শীষের প্রতীক আমার অন্তরে মিশে গেছে।আমার ভাই কাজী কামাল ও আমাকে দিতে হবে না।এখানে মিল্টন মুন্সি,মোজাফফর হোসেন টুকু আছেন, কিংবা আরো অনেকেই আছেন,আপনার যাকে ভালো মনে হয় তাকে দিবেন।ও পথসভায় আশা মহিলা মা ও বোনদের অশেষ ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মাগুরা সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, শালিখা উপজেলা বিএনপি আহবায়ক আনিচুর রহমান মিল্টন, যুবদলের সদস্য মহসিন মোল্লা বিএনপি’র সদস্য মনা সরদার,উপজেলা সাবেক ছাত্রদলের সদস্য,রেজাউল ইসলাম ঢালী, উপজেলা ছাএদলের সদস্য হুসাইন মো:মানিক,
শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকলাসুর রহমান, বিএনপি’র সদস্য,শহর আলী মৃধা, মকবুল মোল্লা,আতিয়ার,এ্যাডভোকেট আবুল বাশার,
শালিখা থানা মহিলা দলের আহবায়ক কবিতা খান, আড়পাড়া মহিলা দলের সদস্য রেবা আক্তার, ৩ নং ওয়ার্ড মহিলা দল ঝুমুর বেগম, সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড নারগিস বেগম সহ প্রমুখ।