শালিখায় নিতাই রায় মনোনয়ন পাওয়ায় রাস্তায় আ,’গু’ন জ্বা’লি’য়ে,অবরোধ
স্টাফ রিপোর্টার:সুবির ঘোষ।
আজ ৩ নভেম্বর রোজ সোমবার ৯:৩০টার সময় শালিখা উপজেলা আড়পাড়া বাজারে রাস্তায় আ,’গু’ন জ্বা’লি’য়ে, অবরোধ করে,ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বলেন,মাগুরা ২ আসনে নিতাই রায়ের মনোনয়ন মানিনা মানবো না।আরো বলেন,বারবার ফেল করা ব্যক্তিকে মানি না মানবো না। এখানে উপস্থিত ছিলেন,শালিখা,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি মো: আনিসুর রহমান মিল্টন,যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক মুন্সি মো: সোহেল রানা,উপজেলা বিএনপির সদস্য,মনা সর্দার,যুবদল নেতা মহসিন মোল্লা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব,উপজেলা কৃষক দলের আহ্বায়ক তুহিন মুন্সি,জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস,সেলিম মোল্লা,যুবদল নেতা মহসিন মোল্লা,ছাত্রদল নেতা হোসাইন মোহাম্মদ মানিক, কল্লোল শেখ, আসাদ মোল্লা, কালাম মন্ডল, রুবেল,প্রমুখ।