আফ্রিকান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে আবারও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ২০২৫ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। নারী বিভাগে লড়াইয়ে আছেন মরক্কোর গিজলানে চেবব্যাক, সানা ম্সসৌদি এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে।
চোটের কারণে মাঠের বাইরে থাকলেও হাকিমির এই মনোনয়ন অবাক করার মতো নয়।