ইসরায়েলি সেনারা গাজায় একপ্রকার নিয়ন্ত্রণহীন যুদ্ধ পরিস্থিতি ও নৈতিকতার ভাঙনের চিত্র তুলে ধরেছেন, যেখানে বেসামরিক মানুষদের হত্যা করা হয়েছে অফিসারদের খেয়ালখুশিমতো। এমন অভিযোগ উঠে এসেছে ব্রিটিশ টেলিভিশন আইটিভির প্রামাণ্যচিত্র ‘ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’-এ।
ডকুমেন্টারিটি সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যে প্রচারিত হওয়ার কথা। এতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বেশ কিছু সেনা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।