আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি নিয়ে অধীর অপেক্ষায় ছিল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও সিরিজটি বিশেষ হয়ে ওঠে মুশফিকুর রহিমের সৌজন্যে। এই সিরিজ দিয়েই যে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের ক্লাবে পা রাখবেন মুশফিক। সিলেটে প্রথম ম্যাচটি ছিল তাঁর ৯৯তম টেস্ট।
মিরপুরে দ্বিতীয় টেস্টেই মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। এই টেস্টের সময় তাই যত ঘনিয়ে আসছে, ততই মুশফিককে ঘিরে বাড়ছে উচ্ছ্বাস, উন্মাদনা ও রোমাঞ্চ।
মুশফিকের একসময়ের সতীর্থ ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুর রাজ্জাকই যেমন। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শততম টেস্টের দ্বারপ্রান্তে থাকা মুশফিকের জন্য অগ্রিম শুভ কামনা জানিয়ে রেখেছেন রাজ্জাক।
মুশফিকের পরিশ্রমই যে তাঁকে এই উচ্চতায় উঠতে সহায়তা করেছে, সেটি উঠে এসেছে রাজ্জাকের কথায়, ‘সবকিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে নিজের শততম টেস্ট খেলবে মুশফিকুর রহিম। এটি তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি ভালোবাসার প্রমাণ। যেকোনো ক্রিকেটারের জন্য এই মাইলফলক স্পর্শ করা একটি বিশাল অর্জন। আল্লাহ তার সহায় হোন।
’
ক্রিকেটার হিসেবে মুশফিকের নিবেদন যেকোনো ক্রিকেটারের জন্য উদাহরণ হয়ে থাকার মতো। নিজেকে প্রস্তুত রাখার একাগ্রতা, নিংড়ে দেওয়া অনুশীলন, সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা মুশফিককে সব সময় আলাদা করেছে। মুগ্ধতা ছুঁয়েছিল সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবং বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেও। নিজের খেলোয়াড়ি জীবনে কত রথী-মহারথীর সঙ্গেই খেলেছেন। কোচ হিসেবেও অনেক ক্রিকেটারকে দেখা ডোনাল্ডের কাছে একটা জায়গায় মুশফিকই সবার ওপরে।