জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণার আগে রবিবার রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালানোর পর থেকে শেখ হাসিনা দিল্লিতে নির্বাসনে আছেন। রায়ের বিষয়ে সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং ‘একজন রাষ্ট্রপ্রধানের মতোই’ তিনি সেখানে আছেন।