November 19, 2025, 7:15 pm
শিরোনাম:
মাগুরা ২ আসনে, কাজী সালিমুল হক, কামাল এর মনোনয়নের দাবিতে বিশাল জনসভা। মাগুরা ২ আসনে, কাজী সালিমুল হক, কামাল এর মনোনয়নের দাবিতে বিশাল জনসভা মীরপাড়া মোকামের মোড় এলাকায় ১০ দিন গৃহবন্দী অবস্থায় শামছুন নাহার মাগুরা সিদ্দিকীয়া মাদ্রাসায় ২ হুজুরের পিএইচডি ডিগ্রি অর্জন করায় সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের ফুলেল শুভেচ্ছা মাগুরা ২ আসনে, কাজী সালিমুল হক,কামাল এর মনোনয়নের দাবিতে জনসভা। মাগুরার ইন্দ্রাপাড়া গ্রামে ধানের শীষে ভোট দিন পথসভায় রবিউল ইসলাম নয়ন অঝোরে কাঁদলেন নবনির্বাচিত কৃষক দল এর প্রার্থী গনকে ফুলের সংবর্ধনা,মাগুরায়। কাজী কামাল মনোনয়ন না পাওয়ায় মাগুরা মোহাম্মদপুর ধোয়াইল সড়ক অবরোধ। আন্ডার সঙ্গে ডান্ডার বন্ধন, সর্বনাশের সাত লক্ষণ মুশফিকের নিবেদন ক্রিকেটারদের জন্য উদাহরণ হয়ে থাকার মতো
Notice:

মাগুরা সিদ্দিকীয়া মাদ্রাসায় ২ হুজুরের পিএইচডি ডিগ্রি অর্জন করায় সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের ফুলেল শুভেচ্ছা

Reporter Name

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ২ জন শিক্ষকের ডক্টর অফ ফিলোসফি (পি এইচ ডি) ডক্টরেট ডিগ্রি অর্জণ করায় ১৮ই নভেম্বার মঙ্গলবার মাগুরা সাংবাদিক ইউনিয়ন ও মাগুরা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম ফুলেল শুভেচ্ছা জানান। মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল ডক্টর মোঃ ওবায়দুল্লাহ হুজুর ও ভাইচ প্রিন্সিপ্যাল ডক্টর মোঃ মামুনার রশীদ।বর্তমানে তারা দুজনই মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন। ডক্টর মোঃ ওবায়দুল্লাহ হুজুর ইসলামী বিশ^বিদ্যালের আল হাদিস এন্ড ইসলামীক ষ্টাডিজ বিভাগ ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়া থেকে প্রফেসর ডঃ আ, হ, ম, নুরুল ইসলামের তত্বাবধানে ফিকহুস সুনান ওয়াল আছার একটি পর্যালোনা গ্রন্থ থেকে গভেষণা ছিল। আর ডক্টর মামুনার রশীদ ইসলামী বিশ^বিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগে গভেষণা করেন। তাঁর গভেষণার বিষয় ছিল,মুয়াত্তা ইমাম মুহাম্মদ রহঃ এর একটি পর্যালোচনা। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ আ হ ম নুরুল ইসলামের তত্বাবধানে। যা ইসলামী চিন্তা,হাদিস,শাস্ত্র ও ফিকহ অধ্যায়নে নতুন দুষ্টিভঙ্গি প্রদান করবে বলে ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন। এই অর্জনে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁদের এই একাডেমিক সাফল্যকে ইসলামী শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরনা দৃষ্টান্ত যোগাবে বলে মনে করেন।এ সময় উপস্থিত ছিলেন,মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মদ,সাধারন সম্পাদক আকরাম হোসেন ইকরাম,সাংবাদিক নির্যান প্রতিরোধ ফোরামের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মোঃ সাহেব আলী,মাগুরা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সহ সভাপতি পিসি শীল,সাংগঠনিক সম্পাদক সুবির কুমার ঘোষ প্রমুখ।



Basic News24