• Sat. Nov 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার কন্যা বাংলাদেশ পুলিশের সর্বচ্চ পদক বিপিএম পদক (বিপিএম) সাহসিকতা পেলেন

Bybasicnews

Jan 13, 2023

বিশেষ প্রতিনিধি
হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে পালানোর সময় সাহসিকতার সঙ্গে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে  বাংলাদেশ পুলিশের সর্বচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল  (বিপিএম) সাহসিকতা, পেয়েছেন মাগুরার গর্বিত কন্যা সার্জেন্ট রোকসানা।   রোকসানা খাতুন নামে পুলিশের এ কর্মকর্তা মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামের মোঃ হাবিবুর রহমানের কন্যা। গত ৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উপলক্ষে তাকে এ পদক পরিয়ে দেন।  তার এ অর্জনের জন্য ২৫তম সার্জেন্ট ব্যাচের পক্ষ থেকে রাজধানীর রাজারবাগস্থ হোয়াইট হাউজ রেষ্টুরেন্টে এক সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ২৫তম সার্জেন্ট ব্যাচের প্রতিনিধি কৌশিক মাহমুদ, মামুন মিনা,তপু শেখ,আল নোমান, সাইফুল ইসলাম, নাফিসা রিমা ও সহকর্মীরা । উল্লেখ্য যে সার্জেন্ট রেকসোনা খুলনা মেট্রো পলিটন পুলিশে নিয়মিত ডিউটি কালীন সময়ে দুইটি অস্ত্র ও গুলি সহ দুইজন আসামী গ্রেফতার করেন। এবছর একমাত্র নারী পুলিশ সদস্য হিসেবে  সাহসিকতার জন্য তিনি বিপিএম পদক পেলেন । সার্জেন্ট রেকসনা গত বছর ১৬ জানুয়ারি সন্ধ্যায় খুলনা শহরের  বয়রা এলাকায় সন্ত্রাসীদের দ্বারা  স্থানীয় এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ ও গুলি করে মোটরসাইকেলযোগে পালানোর সময়  কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসোনা ও তার টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি এবং একটি ককটেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। ওই ঘটনার পুরস্কার হিসেবে তিনি এ পদক  পেলেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *