• Fri. Jan 3rd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

Bybasicnews

Jan 23, 2023

মাগুরা প্রতিনিধি : মাগুরা আদর্শ বিতর্ক সংঘের আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সহয়োগিতায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মাগুরা আইডিয়াল ডিবেট সংঘ-এমআইডিএস বিতর্ক উৎসব। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। আদর্শ বিতর্ক সংঘের প্রধান উপদেষ্টা শাখারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিতর্ক ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব, আদর্শ বিতর্ক সংঘের উপদেষ্টা মাগুরা মহিলা পরিষদের সভানেত্রী বিশিষ্ট লেখক মমতাজ বেগম, জাতীয় বিতর্ক ফেডারেশনের খুলনা বিভাগের সমন্বয়কারি তাকবিরুল গনী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, আদর্শ বিতর্ক সংঘের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক এম আলমগীর। বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকসহ ৭শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশনেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *