আকরাম হোসেন ইকরাম নিজস্ব প্রতিনিধি॥ মাগুরায় আ,লীগ বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত সাংবাদিকেরসহ ৭টি মটরসাইকেল অগ্নি সংযোগ,বিএনপির অফিসসহ দোকান পাট ভাংচুর নিয়ে পুলিশ রেফারী ও ফায়ার সার্ভিস দর্শকের ভুমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।গত ১৫ই আগস্ট ও জাতীয় শোকের মাসের অনুষ্ঠান কর্মসুচী আ,লীগের ও বিএনপির কেন্দ্রিয় কর্মসুচীর অংশ নিয়ে ২৭ শে আগষ্ট শনিবার বিকাল ৪টায় সংঘর্ষ বাঁধে ।আ,লীগ সুত্রে জানায়,কর্মসুচী শেষ করে ফেরার পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালালে আমাদের কর্মরিা প্রতিহত করে। এদিকে বিএনপি নেতাদের দাবী তারা কেন্দ্রিয় কর্মসুচী পালন করতে পুলিশের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা শান্তিপূর্ন ভাবে পালন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।দীর্ঘ প্রায় ১৬ বছর পর হঠাৎ আ,লীগ ও বিএনপির এ সংঘর্ষেও সৃষ্টি হল। রেফারী প্রশ্নে পুলিশ বলছে আমরা না থাকলে মাগুরার মাটি রক্তাত্ব কারবালা হয়ে যেত।এদিকে ফায়ার সার্ভিসের সামনে ৭টি মটরসাইকেল ও ১টি ইজিবাইক পোড়ানোর ঘটনাকে যে মাত্র ১০গজ দুর থেকে আগুন নেফাতে ২ঘন্টা পর আসতে দেরী করলে তারা কিভাবে দ্রুত ত্যাগ সেবা করছে। অনেকে বলছে কোনদিন দিন ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারেনি।আগুন নেভানোর পরই তাদের আগমন ঘটে।তবে এ নিয়ে মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগুজ্জামান জানান,কোন সংঘর্ষ চলাকালে সরকারি নির্দেশ রয়েছে যে সেখানে যাওয়া যাবেনা।তাছাড়া আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না।