• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা জগদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাল বৈশাখীর ছবলে ব্যাপক ক্ষতি

Bybasicnews

Mar 27, 2023

 

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাল বৈশাখীর ছবলে স্কুলসহ ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মৃধা জানান,স্কুলটি রমজানের বন্ধ রয়েছে। বিদ্যালয়ের টিনের ছ্াদ উড়ে গেছে খোলা আকাশ দেখা যাচ্ছে এতে ছাত্র ছাত্রীদের ক্লাস নিতে সমাস্যা পড়তে হবে।এমনিতেই বিদ্যালয়ের অবকাঠামো নির্মানে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। তার মধ্যে আবার কাল বৈশাখীর ঝড়ে বিদ্যালয়ে অপুরনীয় ক্ষতি হয়ে গেল। প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ মাননীয় জেলা প্রশাসক মহদ্বয়ের কাছে সহযোগীতা কামনা চেয়েছেন।এদিকে জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, রুপাটি,বিলআকসি,নরসিংহাটি,ছোনপুর জগদল,জাগলা,ও মাধবপুরের বিভিন্ন গ্রামে ঘরবাড়ির উড়ে গেছে । কাটাখালী স্কুলসহ প্রায় ৪০টির বেশি ঘরবাড়ি ক্ষতি হয়েছে। তিনি পরিষদের গ্রাম পুলিশদের ইউনিয়নের ক্ষয়-ক্ষতির তালিকা প্রস্তুত করার আহবান জানিয়েছেন। তিনি মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক মহদ্বয়ের নিকট আর্থিক ক্ষতির পরিমান উল্লেখ করে আবেদন করবেন বলে জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *