মাগুরা প্রতিনিধি : বৈরি আবহাওয়ার কারণে গাছ থেকে অপরিপক্ক লিচু ঝরে পড়ছে।গ্রীষ্মের তাপের আগুনে পুড়ছে মাগুরার লিচু বাগান। ফলে দুশ্চিন্তায় রয়েছেন বাগান মালিকরা। সদরের হাজরাপুর, মিঠাপুর, হাজীপুর, রাঘবদাইড়, শিবরামরামপুর, মির্জাপুরসহ বিভিন্ন গ্রামে কয়েক’শ লিচুর বাগান রয়েছে। পরিপক্ক হওয়ার আগেই এসব বাগানের লিচু গরমে ঝরে পড়ছে।লিচু ধরলে পরিচর্যা বাড়াতে শুরু করি। নিয়মিত অষুধ স্প্রে করি। পাশাপাশি সেচ দিই।তাপদাহের কারণে এতকিছুর পরও লিচু লাল হয়ে ঝরে পড়ছে ইতিমধ্যে আমার ৪০০ গাছের প্রায় ৪০ শতাংশ গাছের লিচু ঝরে গেছে। ফল বিপর্যয়ের আশঙ্কা করছি।সদরের আলাইপুর গ্রামের কুদ্দুস বিশ্বাস বলেন, আমার ১০ টি বাগানে এবার লিচু চাষ হচ্ছে । তীব্র তাপদাহের ফলে আমার কয়েকটি বাগানের লিচু ঝরে যাচ্ছে। পার্শ্ববর্তী খালে তেমন পানি নেই। যে কারণে নিয়মিত সেচ দিতে পারছি না। এখন প্রতিটি গাছের গোড়ায় প্রয়োজন মতো পানি দিতে না পারলে গাছের সব লিচু ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত বৃষ্টি না হলে লিচু চাষিরা ক্ষতির মুখে পড়বেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, স্থানীয় চাহিদার পূরণের পাশাপশি এই জেলার লিচু সারাদেশে যায়। প্রতি মৌসুমে প্রায় ১০ কোটিরও বেশি টাকা আয় করেন এখানকার লিচু চাষিরা। কিন্তুতীব্র তাপদাহের ফলে লিচু বাগানের কিছুটা ক্ষতির শঙ্কা