আকরাম হোসেন ইকরাম/ শুক্রবার সকাল ৮টায় মাগুরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের নোমানী ময়দান ঈদগাহে ।বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান,
জেলা প্রশাসক, পৌর মেয়র মাগুরাবাসিকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।অন্যদিকে মাগুরায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার বুধইরপাড়া তরফ সম্মিলিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। যেখানে ১৪ গ্রামের অন্তত দশ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।
মাগুরায় বরাবরের মতোই সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার মঘি ইউনিয়নের বুধইরপাড়া তরফ সম্মিলিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
শনিবার অনুষ্ঠিত এবারের ঈদ উল ফিতরের জামাতে অন্তত ১০ হাজার মানুষ নামাজ আদায় করেন। এবারের ঈদের নামাজে ঈমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন।
ঈদের নামাজে উপস্থিত মুসল্লিরা জানান, প্রায় ১শ বছরের অধিক সময় ধরে এই মাঠে এ অঞ্চলের ১৪ গ্রামের মানুষ বৃহত্তম ঈদের জামাতে নামাজ আদায় করে থাকেন। এটি এ অঞ্চলের মানুষের ঐতিহ্য।