মাগুরা প্রতিনিধি : মাগুরায় র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপনের মধ্যে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে সরকারি কলেজ রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় চত্বর দুইটি তাল গাছের চারা রোপন করা হয়।