• Tue. Jan 7th, 2025 8:21:34 AM

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির কোরবানির মাংস বিতরণ

Bybasicnews

Jul 5, 2023

 

মাগুর প্রতিনিধি : মাগুরায়  ৩ হাজার হতদরিদ্র, পরিবার পেল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইসির কোরবানির গরুর মাংস। তুর্কী রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট শুক্রবার দিনব্যাপী শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে কোরবানির মাংস বিতরণ করে।

মাংস বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইসির মহাসচিব কাজী শফিকুল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । বক্তব্য রাখেন তুর্কী  রেড ক্রিসেন্ট সোসাইসির হেড অব ডেলিগেশন সিমিট প্যাসলি , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইসির পরিচালক  মিজানুর রহমান ,শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুব্বল্লাহ হোসেন মিয়া কুটি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইসির মাগুরা ইউনিটের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

রেড ক্রিসেন্ট সোসাইসির মহাসচিব কাজী শফিকুল আযম জানান, কোরবানি ঈদকে সামনে রেখে এ বছর তুর্কী রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্সোাইটি মাগুরা ও রাজবাড়ি জেলায় ১শ’টি গরু কোরবানি হয়েছে।  এর মধ্যে মাগুরাতে ৭০টি ও রাজবাড়ি জেলায় ৩০টি গরু কোরবানি দেয়া হয়েছে । এ দুটি জেলায় প্রায় ৪ হাজার অসহায় গরীব দুস্থ পরিবারের মধ্যে এ কোরবানির মাংস বন্টন করা হয়েছে। প্রতি পরিবারকে ৩ কেজি করে মাংস দেয়া হয়েছে। আগামীতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *