আকরাম হোসেন ইকরাম নিজস্ব প্রতিনিধি\
মাগুরা শহরের একটি নামিদামি জাহান প্রাইভেট বেসরকারি হাসপাতালে স্ত্রীকে গাইনি ডাক্তার দেখাতে এসেছিলেন আব্দুর রহমান। সোমবার দুপুরের দিকে হাসপাতালে এসে দেখতে পান, দু’দিন চেম্বার বন্ধ থাকবে বলে নোটিশ ঝুলছে। এই হাসপাতালে চিকিৎসক দেখাতে এসে ব্যর্থ হয়ে তার মতো আরও অনেকে বসে ছিলেন। যেসব হাসপাতালে ডাক্তাররা রোগী দেখেননি সেগুলোর মধ্যে পিয়ারলেস মেডিকেল.জাহান,প্রাইভেট হাসপাতাল,গরিবশাহ ক্লিনিক,গ্রামীন ল্যাব ইবনে সিনা উল্লেখযোগ্য। তবে অনেক হাসপাতাল গোপনে তারা এটা মানছেন না। তার মধ্যে রোকেয়া ক্লিনিক ও লাইফ কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।যে তারা সিজারিয়ান অপারেশন করেছে।ডাঃ মাসুদুল হক বলেন,১৭ ও ১৮ই জুলাই কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসাবে মাগুরায়ও পালন করছি।তিনি আরো জানান,এই তারিখের মধ্যে দাবী আদায় না হলে কঠর আন্দোলনে যাবে চিকিৎসক সমাজ।
আন্দোলনের কারণ গত ৯ জুন স্বাভাবিক উপায়ে সন্তান জন্ম দিতে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি মাহবুবা রহমান আঁখি। পরের দিন অস্ত্রপচারের পর জন্ম নেওয়া নবজাতক মারা যায়। এর কয়েকদিন পর ১৮ জুন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রসূতি আঁখি।ওই ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগে আঁখির স্বামী মামলা করলে ওই হাসপাতালের দু’জন চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।