মাগুরা প্রতিনিধি: রিয়াজুল ইসলাম রিয়াজকে সভাপতি, জামির হোসেনকে সাধারণ সম্পাদক এবং শামসুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষিত হয়েছে।
৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত কমিটি মাগুরা জেলা নেতৃবৃন্দের হাতে পৌঁছে দেয়া হয়েছে।
মাগুরা জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ বলেন, তিন বছরের জন্যে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা রয়েছে বলেও রিয়াজ জানান।
২০০৩ সালে মাগুরায় আহ্বায়ক কমিটি গঠনের পর দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।
শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ১৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪১ জন নেতা আগ্রহ প্রকাশ করেন।