ডেস্ক রিপোর্ট\ ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন নাম বরা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানি আইন ১৯৯৪ এর ১১(ক)ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৩১ শে জুলাই সোমবার থেকে তপশিলি ব্যাংকড়–লোর তালিকায় ব্যাংকটির নতুন নাম যুক্ত করে।জানা গেছে সংশোধিত কোম্পানি আইন ২০২০ এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণসংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়।এ জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিেিটডের নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি করা হয়েছে।এর আগে ২৮ শে ফেব্রæয়ারী রাষ্ট্রয়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ব্যাংকটির নাম সোনালী ব্যাংক পিএলসি করা হয়।