মাগুরা প্রতিনিধি\মাগুরার মহম্মদপুরে দুইশত মেধাবী ছাত্রীদের মধ্যে উপহার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে মহম্মদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে মুজিব শতবর্ষে এসজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২’শত মেধাবী ছাত্রীদের প্রদান করা হয়। এরপর বুধবার ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় নতুন করে আরো দুইশত ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হলো।এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম, অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, তৈয়বুর রহমান প্রমূখ।প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার তার বক্তব্য বলেন, লেখাপাড়ার মানোন্নয়ন এবং ঝরে পড়া কমিয়ে আনতে মেয়েদের জন্যে বাই সাইকেল ভালো একটি উপকরণ। বাইসাইকেল চালাতে ভারসাম্য রক্ষার প্রয়োজন। বিধায় এর মাধ্যমে ভবিষ্যত জীবন সংগ্রামে যে ভারসাম্য প্রয়োজন সেটি গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।