• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

রাষ্ট্রপতির সঙ্গে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ-

Bybasicnews

Aug 21, 2023

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাতে তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিকের বিশেষ অবদানের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেই সঙ্গে জাতিসংঘে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবাবিষয়ক রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া এবং জাতিসংঘ কর্তৃক কমিউনিটি ক্লিনিক মডেল ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতির বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।এসময় রাষ্ট্রপতি বাংলাদেশের প্রস্তাবিত রেজুলেশনটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগের ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে উল্লেখ করায় কমিউনিটি ক্লিনিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *