মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামের বিশিষ্ট মাছ শিকারী ও টোপ বিক্রেতা সাইফুল ইসলাম(৩৭) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী—–রাজিউন।তিনি মরহুম আব্দুল হক সাহেবের বড় ছেলে। পেশায় সে মাছ শিকারী ও টোপ বিক্রেতা ছিলেন। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে রেখে অকালে মৃত্যু বরণ করেন।এদিকে তার ছোট ভাই মারুফুল ইসলাম জানান,বড়ভাই কোন রোগ ভোগে ছিলেন না। বৃহস্পতিবার হঠাৎ তার হার্ট এট্যাকে মাগুরা সদর হাসপাতালে নিলে ফরিদপুর রেফার্ড করেন। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।বৃহস্পতিবার আছর বাদ নরসিহাটি ফোরকানিয়া গৌরস্থান মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন করা হয়।