স্টাফ রিপোর্টার : মাগুরা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের রাধানগর বাজারের দক্ষিণ পাশে হানু নদীর ব্রীজ সংলগ্ন একটি অবৈধ দোকান ঘর স্থাপন করার অভিযোগ উঠেছে। শুক্রবার ১ সেপ্টেম্বর বিকাল ৬ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় তৈয়ব আলীর প্লোট্রি দোকান ঘরের পাশে একটা টিনের দোকান ঘর স্থাপন হয়েছে। শুক্রবার অনুমান ১ টার সময় জুম্মার নামাজ চলাকালীন সময়ে সব্দালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ছকমান খার পুত্র আলেক ফকির হঠাৎ করে এই টিনের দোকান ঘর স্থাপন করে। এই দোকান ঘরের স্থাপনের জায়গাতে বালি মাটি ভরাট করে দোকান বসানো হয়েছে।
এবিষয়ে রাধানগর বাজার কমিটির লোকজন ও স্থানীয় বাজারের দোকানদের কাছে হানু নদীর ব্রীজের পাশে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের জমিতে কিভাবে কারা এটা স্থাপন করলো তারা বলতে পারে নি।
এলাকাবাসীর লোকজন অভিযোগ করেন, হানু নদীর ব্রীজের সাথে এই দোকান ঘর চালু হলে যে কোন সময় ঘটতে পারে বড় রকমের যানবাহন ও পথচারীদের মারাত্মক আকারে দূর্ঘটনা।