মাগুরা প্রতিনিধি \ মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি ও তার ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুইটি ইজিবাইক উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিকেলে পুলিশ তাদেরকে আটক ও ইজিবাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হচ্ছেন শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফ এর ছেলে মাগুরা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ হিটলার এবং তাদের সহযোগি সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতের পুলিশ শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালাই। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার আদর্শ পাড়া থেকে ইজিবাইক সমিতির সভাপতি জাকারিয়া ও তার ভাই হিটলারের পরিচালনায় থাকা একটি গ্যারেজ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় তাদের দুজনসহ মোট ৩ জনকে আটক করা হয়। মাগুরা সদর থানা তাদেরকে আদালতে প্রেরণ করে।
All reactions:
Koushik Ahammed, Melon Khandakar and 15 others