মাগুরা প্রতিনিধি॥ মাগুরা নতুন বাজার এলাকার গঞ্জের আলী(৭৫) তার ২ ছেলে লিটন আর মিলন মিলে বেধড়ক পিটিয়ে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে আপন বাবাকে।ঘটনাটি গত গত ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটে। মাগুরা সদর থানায় অভিযোগ সুত্রে জানায়, বৃদ্ধার আগের স্ত্রীর ছেলে লিটন ও মিলন জোর করে ২ শতক জমি চৌহদি সামনে থেকে দোকান পাট মাস্তান দিয়ে দখল করে নিয়েছে।ঐ দখলের সময়ে আমি বাঁধা দিতে গেলে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হাতে পিেিঠ বিভিন্ন স্থানে আঘাত করে এসময় আমার মেয়ে মুক্তা পারভিন ঠেকাতে গেলে তাকেও মারা হয়।মুক্তা পারভিন আরো জানায়,আমাকে শ্লীলতাহানী করে নাকে মুখে মেরে রক্তাত্ব জখম করে।তারা আমার ৬আনা স্বর্ণের চেইন গলায় থাকা ছিড়ে নেয় এবং বাবার পকেটে থাকা নগদ ২৫৭০০টাকা নিয়ে যায়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।যে কোন সময় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে তারা সুশীল সমাজ ও প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন ।